বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে হাসান হাফিজুর রহমান সোহেল সভাপতি ও লূনা নূর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাজেদুল হক রুবেল, মোতালেব হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাদেকুর রহমান শামীম, জামাল হায়দার মুকুল, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, লাকী আক্তার, হামিদুল ইসলাম, জয়নাল আবেদীন, আশিকুল ইসলাম জুয়েল, আলী কাউসার মামুন,রাসেল ইসলাম সুজন, রিয়াজ উদ্দীন, রোকেয়া বেগম, শান্তনু কুমার দাস, চন্দন লাহিড়ী, খন্দকার হিরক, কল্লোল বনিক, মোস্তান শের, শ্যামল বিশ্বাস, জাহিদুল ইসলাম সজীব, নসরুহ কামাল খান।

গত ২৯ আগস্ট ২০২৫ মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল। ৩০ আগস্ট কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০ টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১০৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।