২৭, ২৮ জুন সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিকদের ডাকে রোড মার্চ সফল করার আহ্বান জানিয়ে মধুবাগ খেলার মাঠ এর পাশে হাতিঝিল থানা শাখা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ২০জুন বিকেলে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা শাখার সাবেক সম্পাদক মস্তান শের। পথসভায় আরো বক্তব্য রাখেন শাখার সম্পাদক কল্লোল বনিক, ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সংগঠক জুয়েল মাহমুদ, যুব নেতা বিচিত্র বিশ্বাস, শ্রমিক নেতা আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তারজেল হোসেন।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরণের আলোচনা ব্যতীত, প্রতিযোগিতা মূলক দরপত্র আহ্বান না করে এখতিয়ারবহির্ভুতভাবে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার সিন্ধান্তের নিন্দা জানান এবং অবিলম্বের এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারে প্রতি আহ্বান জানান। বিগত স্বৈরাচার সরকারের ধারাবাহিকতায় একটি লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশী কোম্পানির হাতে তুলে দেবার পায়তারা প্রতিহত করার জন্য পথসভা থেকে এলাকাবাসীর কাছে আহ্বান জানানো হয়। বক্তারা বলেন এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। এছাড়া মানবিক করিডোর বা ত্রান চ্যানেল দেবার নাম করে দেশের নিরাপত্তা কে হুমকিতে ফেলার সকল ষড়যন্ত্র থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পথসভা থেকে মার্কিন মদদে ইরানের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানানো হয়।